বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে: আসিফ নজরুল

আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৩:৫৩:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৩:৫৩:৫০ অপরাহ্ন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি। আজ বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, “বিএনপি পরিষ্কারভাবে জানিয়েছে—ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে তারা তা স্বাগত জানাবে। তবে আমাদের উপদেষ্টা পরিষদের কেউ কেউ ভিন্ন কথা বললেও প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যে বক্তব্য দিয়েছেন, সেটাই সরকারের অবস্থান।”

বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার এ বৈঠক হয় দুপুর ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন—সালাহউদ্দিন আহমেদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আসিফ নজরুল জানান, বৈঠকে নির্বাচন, সংস্কার ও মামলার বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। “বিএনপি জানিয়েছে, ডিসেম্বর থেকে জুন মানে এই নয় যে আমরা ইচ্ছাকৃতভাবে বিলম্ব করবো। ডিসেম্বরের পরপরই যত দ্রুত সম্ভব নির্বাচন চায় সরকার।”

বিএনপি সংস্কারপ্রক্রিয়া নিয়ে আন্তরিক বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, “ঐকমত্য কমিশনের বিষয়ে তারা ইতিবাচক। খুব শিগগিরই বৈঠকে বসবে বলেছে। জুলাই ঘোষণাপত্র দ্রুত হবে—তারা এই আশ্বাসও দিয়েছে।”

মামলার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “গত তিন মাসে ৭ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহার হয়েছে। বিএনপি আরও একটি ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিয়েছে, আমরাও সে অনুযায়ী কাজ করছি।”

বিএনপি দাবি করেছে, গত ১৫ বছর তারা নিপীড়নের শিকার। এ বিষয়ে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, “তারা যে একটি সংস্কারপন্থী দল—আমরাও তা মেনে নিয়েছি।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv