সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জুলাইয়ে

আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৫:১৪:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৫:১৪:৩৭ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী জুলাই মাসে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার (১৬ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যেসব তরুণ বয়স ১৮ বছর পূর্ণ করবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে চায় নির্বাচন কমিশন। তবে এ উদ্যোগ বাস্তবায়নে বিদ্যমান আইনে পরিবর্তন আনতে হবে। এজন্য আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ধরনের পদক্ষেপ এবারই প্রথম নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী কি না— এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, “আমি বেশ কিছু জেলায় গিয়েছি, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন যে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং তারা আরও উন্নত করবে। আগের তুলনায় এখন আইনশৃঙ্খলা অনেক ভালো। কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।”

ভোটার তালিকা প্রসঙ্গে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সঠিক ও পরিশুদ্ধ ভোটার তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ঘরে ঘরে গিয়ে হালনাগাদের কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছি এবং এতে আমরা সন্তুষ্ট। আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৬১ লাখ ৮৮ হাজার ভোটার নিবন্ধন করা, কিন্তু নিবন্ধিত হয়েছে মোট ৬৩ লাখ, যার মধ্যে নতুন ভোটার ১৯ লাখ ৬৬ হাজার এবং বাদ পড়া থেকে নিবন্ধিত হয়েছেন ৪৩ লাখেরও বেশি।”

তিনি আশা প্রকাশ করেন, জুন মাসের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা হাতে পাওয়া যাবে। নির্বাচন কমিশনের লক্ষ্য, তফসিল ঘোষণার আগপর্যন্ত যেসব তরুণ ১৮ বছরে পা দেবে, তাদের যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ভোটাধিকার নিশ্চিত করা যায়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv