
মালয়ালম চলচ্চিত্রের অভিনেত্রী ভিন্সি অ্যালশিয়াস এক পুরুষ সহ-অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। যদিও নাম প্রকাশ করেননি, তবে দাবি করেছেন—অভিনেতা নেশাগ্রস্ত অবস্থায় তার সঙ্গে এমন ব্যবহার করেছিলেন, যা তাকে চরম অস্বস্তিতে ফেলে দেয়।
সম্প্রতি কেরলের পাল্লিপ্পুরমে একটি চার্চ আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ভিন্সি। সেখানেই এক আলোচনায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। বলেন, “আমি যদি বুঝতে পারি কেউ ড্রাগ খেয়ে এসেছে, তার সঙ্গে আমি কাজ করি না।”
তিনি জানান, এমন সিদ্ধান্তের কারণে বহু কাজ হারিয়েছেন। কিন্তু তবুও আপস করেননি। কারণ, নিজের নিরাপত্তা এবং সম্মান সবার আগে।
এরপর তিনি একটি ভিডিও বার্তা শেয়ার করেন। সেখানে বলেন, “একটি ছবিতে কাজ করার সময় এক অভিনেতার সঙ্গে খুব বাজে অভিজ্ঞতা হয়েছিল। তিনি মাদক গ্রহণ করেছিলেন এবং অস্বাভাবিক আচরণ করছিলেন। তার সঙ্গে কাজ চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি।”
ভিন্সি জানান, “একবার আমার পোশাকে সামান্য সমস্যা হয়েছিল। আমি সেটা ঠিক করছিলাম। সেই সময় ওই অভিনেতা এগিয়ে এসে বললেন, 'আমি তোমাকে সাহায্য করব।' এবং সেটা বললেন সবার সামনেই। আমি অত্যন্ত অস্বস্তিতে পড়ে যাই।”
তার দাবি, ওই অভিনেতার মুখ দিয়ে সাদা কোনো দ্রব্য বের হচ্ছিল, যা স্পষ্টতই প্রমাণ করে যে তিনি নেশাগ্রস্ত ছিলেন।
এই অভিজ্ঞতার পর থেকেই ভিন্সি সিদ্ধান্ত নেন—মাদকাসক্ত কেউ হলে তার সঙ্গে আর কোনোভাবেই কাজ করবেন না। বলেন, “সম্ভবত এই কারণে আমি খুব বেশি ছবিতে সুযোগ পাই না। তবুও আমি স্পষ্ট করে দিতে চাই—যদি বুঝি কেউ নেশায় আছেন, তার সঙ্গে কাজ করব না।”
ভিন্সির এই সাহসী অবস্থানকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন। অভিনয়জগতে নিরাপদ ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে তার বক্তব্য গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।
সম্প্রতি কেরলের পাল্লিপ্পুরমে একটি চার্চ আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ভিন্সি। সেখানেই এক আলোচনায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। বলেন, “আমি যদি বুঝতে পারি কেউ ড্রাগ খেয়ে এসেছে, তার সঙ্গে আমি কাজ করি না।”
তিনি জানান, এমন সিদ্ধান্তের কারণে বহু কাজ হারিয়েছেন। কিন্তু তবুও আপস করেননি। কারণ, নিজের নিরাপত্তা এবং সম্মান সবার আগে।
এরপর তিনি একটি ভিডিও বার্তা শেয়ার করেন। সেখানে বলেন, “একটি ছবিতে কাজ করার সময় এক অভিনেতার সঙ্গে খুব বাজে অভিজ্ঞতা হয়েছিল। তিনি মাদক গ্রহণ করেছিলেন এবং অস্বাভাবিক আচরণ করছিলেন। তার সঙ্গে কাজ চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি।”
ভিন্সি জানান, “একবার আমার পোশাকে সামান্য সমস্যা হয়েছিল। আমি সেটা ঠিক করছিলাম। সেই সময় ওই অভিনেতা এগিয়ে এসে বললেন, 'আমি তোমাকে সাহায্য করব।' এবং সেটা বললেন সবার সামনেই। আমি অত্যন্ত অস্বস্তিতে পড়ে যাই।”
তার দাবি, ওই অভিনেতার মুখ দিয়ে সাদা কোনো দ্রব্য বের হচ্ছিল, যা স্পষ্টতই প্রমাণ করে যে তিনি নেশাগ্রস্ত ছিলেন।
এই অভিজ্ঞতার পর থেকেই ভিন্সি সিদ্ধান্ত নেন—মাদকাসক্ত কেউ হলে তার সঙ্গে আর কোনোভাবেই কাজ করবেন না। বলেন, “সম্ভবত এই কারণে আমি খুব বেশি ছবিতে সুযোগ পাই না। তবুও আমি স্পষ্ট করে দিতে চাই—যদি বুঝি কেউ নেশায় আছেন, তার সঙ্গে কাজ করব না।”
ভিন্সির এই সাহসী অবস্থানকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন। অভিনয়জগতে নিরাপদ ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে তার বক্তব্য গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।