দিল্লিতে প্রিন্সিপালের রুমে গোবর লেপ্টে দিলো ক্ষুব্ধ শিক্ষার্থীরা

আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৭:৪৯:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৭:৪৯:৪৪ অপরাহ্ন
শ্রেণিকক্ষ ঠান্ডা রাখতে দেয়ালে গোবর লাগিয়ে বিতর্কের মুখে পড়া দিল্লির রানি লক্ষ্মীবাই কলেজের অধ্যক্ষ প্রত্যুষ বৎসলার বিরুদ্ধে এবার অভিনব প্রতিবাদ জানাল ছাত্ররা। কলেজের ছাত্র সংসদের সদস্যরা সরাসরি অধ্যক্ষের কক্ষে গিয়ে তার রুমের দেয়ালেই গোবর লেপে দেন।

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অধ্যক্ষ শ্রেণিকক্ষের তাপমাত্রা কমাতে দেয়ালে গোবর লাগাচ্ছেন। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। পরে অধ্যক্ষ জানান, এটি একটি গবেষণার অংশ—‘স্টাডি অফ হিট স্ট্রেস কন্ট্রোল বাই ইউজিং ট্র্যাডিশনাল ইন্ডিয়ান নলেজ’—এর আওতায় তিনি এই পদক্ষেপ নেন।

তবে কলেজের ছাত্রসংসদ এই ব্যাখায় সন্তুষ্ট হয়নি। কলেজের ছাত্র সংসদের সভাপতি রোনক ক্ষেত্রী জানান, শিক্ষার্থীদের সম্মতি না নিয়েই এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ গ্রহণযোগ্য নয়। তিনি বলেন,“গোবর লাগানোর আগে আমাদের মতামত নেওয়া হয়নি। আমরা চাইলে কী আমাদের রুমেও গোবর লাগিয়ে দেওয়া হবে?”

এক পর্যায়ে প্রিন্সিপালের অনুপস্থিতিতে ছাত্ররা একটি পলিথিন ভর্তি গোবর নিয়ে তার কক্ষে প্রবেশ করে এবং দেয়ালে গোবর লেপে দেয়। এই সময় এক ভিডিওতে রোনককে বলতে শোনা যায়,“আমাদের বিশ্বাস, ম্যাডাম এখন তার ঘর থেকে এসি খুলে ছাত্রদের দিয়ে দেবেন। গোবর মাখা এই প্রাকৃতিক ঠাণ্ডা ঘর থেকেই কলেজ পরিচালনা করবেন।”

অন্যদিকে, কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ও অ্যাসোসিয়েট প্রফেসর নীলম জানান,“কোনো একাডেমিক কাজ বা পরিবেশগত পরিবর্তন কাউন্সিলের অনুমোদন ছাড়া করা যায় না। অধ্যক্ষ কীভাবে একা এই সিদ্ধান্ত নিলেন, তা বোধগম্য নয়।”

ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তবে গোবরকাণ্ড নিয়ে এখন গোটা দিল্লি বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com