বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা

আপলোড সময় : ১৬-০৪-২০২৫ ০৭:৫১:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৪-২০২৫ ০৭:৫১:০১ অপরাহ্ন
বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তদন্ত কমিশনকে সফল হতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৬ এপ্রিল) তদন্ত কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, "নৃশংসভাবে নিজেদের অফিসারদেরই তারা মেরেছিল। এটি ছিল মসৃণভাবে সংগঠিত একটি নির্মম হত্যাকাণ্ড।" তিনি আরও বলেন, "এই ঘটনার উত্তর খুঁজছে গোটা জাতি। কমিশনের দিকেই সবাই তাকিয়ে আছে।"

কমিশনের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন ড. ইউনূস।

বৈঠকে তদন্তের অগ্রগতি তুলে ধরেন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান। তিনি জানান, "ঘটনাটি ১৬ বছর আগের হওয়ায় অনেকের সঙ্গে যোগাযোগে বিলম্ব হচ্ছে। অভিযুক্তদের মধ্যে অনেকেই বিদেশে রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের শনাক্ত করা হচ্ছে।"

তিনি আরও বলেন, "এ পর্যন্ত কারাগারে থাকা বেশ কয়েকজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বিদেশে থাকা ২৩ জনের মধ্যে ৮ জন সাক্ষাৎকার দিতে সম্মতি জানিয়েছেন।" তদন্তের ফোকাসে রয়েছে হত্যাকাণ্ডের ধরন ও পরিকল্পনার ছক।

কমিশনের আরেক সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন,"এত বড় ও জঘন্য হত্যাকাণ্ডের পরও কোনো কর্মকর্তা বা কর্মচারীকে সরানো হয়নি। কাউকে দায়ী করা হয়নি। এটি গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী এবং রাজনৈতিক ব্যর্থতার একটি চিত্র।"

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান, মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ড. এম আকবর আলী, মো. শরীফুল ইসলাম, শাহনেওয়াজ খান চন্দন ও এ টি কে এম ইকবাল হোসেন।

 


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv