মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত সিনেমাটি আগামী বছরের ৩ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে। প্রথমে ২০২৫ সালের ১৮ এপ্রিল মুক্তির কথা থাকলেও পরিকল্পনায় পরিবর্তন এনে তা প্রায় ছয় মাস এগিয়ে আনা হয়েছে।
এই সিনেমায় মাইকেলের চরিত্রে অভিনয় করছেন তার ভাগ্নে জাফার জ্যাকসন। এতে আরও অভিনয় করছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, মাইলস টেলার, এবং কোলম্যান ডমিঙ্গো। সিনেমাটি পরিচালনা করছেন অ্যান্টোইন ফুকুয়া, আর চিত্রনাট্য লিখেছেন জন লোগান।
পরিচালক ফুকুয়া জানিয়েছেন, এই সিনেমায় মাইকেল জ্যাকসনের মানবিক দিককে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং এতে তার ৩০টি জনপ্রিয় গান অন্তর্ভুক্ত থাকবে।
সান দিয়েগো কমিক-কনে ফুকুয়া জানান, তিনি মাইকেলের জীবনকে পরিপূর্ণভাবে পর্দায় আনতে এবং তার সংগ্রাম ও সাফল্যের দিকগুলো ফুটিয়ে তুলতে কাজ করছেন।
এই সিনেমায় মাইকেলের চরিত্রে অভিনয় করছেন তার ভাগ্নে জাফার জ্যাকসন। এতে আরও অভিনয় করছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, মাইলস টেলার, এবং কোলম্যান ডমিঙ্গো। সিনেমাটি পরিচালনা করছেন অ্যান্টোইন ফুকুয়া, আর চিত্রনাট্য লিখেছেন জন লোগান।
পরিচালক ফুকুয়া জানিয়েছেন, এই সিনেমায় মাইকেল জ্যাকসনের মানবিক দিককে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং এতে তার ৩০টি জনপ্রিয় গান অন্তর্ভুক্ত থাকবে।
সান দিয়েগো কমিক-কনে ফুকুয়া জানান, তিনি মাইকেলের জীবনকে পরিপূর্ণভাবে পর্দায় আনতে এবং তার সংগ্রাম ও সাফল্যের দিকগুলো ফুটিয়ে তুলতে কাজ করছেন।