খিলক্ষেত থেকে কুড়িল-বসুন্ধরামুখী সড়ক ২৯ ঘণ্টা বন্ধ থাকবে

আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০৭:১৬:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ০৭:১৬:২৭ অপরাহ্ন
রাজধানীর খিলক্ষেত থেকে কুড়িল-বসুন্ধরামুখী সড়ক ২৯ ঘণ্টা বন্ধ থাকবে এমআরটি লাইন-১ এর ইউটিলিটি স্থানান্তর কাজের কারণে। এ সময় বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ডিএমটিসিএল। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত—মোট ২৯ ঘণ্টা—এই সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

এই সময় রেডিসন হোটেলের সম্মুখে ইউটার্ন নিয়ে কুড়িল ফ্লাইওভার অথবা অন্যান্য বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল জানায়, এমআরটি লাইন-১ এর নির্মাণ কার্যক্রমের অংশ হিসেবে ইউটিলিটি স্থানান্তর কাজ করায় এই সাময়িক অসুবিধার সৃষ্টি হচ্ছে। যাত্রী সাধারণের ভোগান্তি কমাতে আগাম তথ্য প্রদান এবং বিকল্প পথের পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এমআরটি লাইন-১ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ঢাকার পরিবহন ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করছে সরকার।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv