
লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দীর নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা, আমলা এবং বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-তে যোগ দিয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তারা এলডিপিতে যোগ দেন। এ সময় এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলডিপির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. রেদোয়ান আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ (অব.)।
এলডিপির নেতারা মনে করছেন, চৌধুরী হাসান সারওয়ার্দীর মতো একজন অভিজ্ঞ সামরিক ও কূটনৈতিক ব্যক্তিত্বের যুক্ত হওয়া দলের সাংগঠনিক শক্তি ও গ্রহণযোগ্যতা আরও বাড়াবে।
শনিবার (১২ এপ্রিল) রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তারা এলডিপিতে যোগ দেন। এ সময় এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলডিপির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. রেদোয়ান আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ (অব.)।
এলডিপির নেতারা মনে করছেন, চৌধুরী হাসান সারওয়ার্দীর মতো একজন অভিজ্ঞ সামরিক ও কূটনৈতিক ব্যক্তিত্বের যুক্ত হওয়া দলের সাংগঠনিক শক্তি ও গ্রহণযোগ্যতা আরও বাড়াবে।