জোট সরকার ছাড়ার হুমকি পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়ালের

আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ০৬:১০:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ০৬:১০:১৩ অপরাহ্ন
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ফেডারেল সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বিতর্কিত খাল প্রকল্প নিয়ে সরকারের অনড় অবস্থানের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন—এই অবস্থায় পিপিপি ফেডারেল সরকারকে আর সমর্থন দিতে পারবে না।

শনিবার (১৯ এপ্রিল) হায়দ্রাবাদের হাত্রি বাইপাসে এক জনসভায় এই বক্তব্য দেন বিলাওয়াল। তিনি বলেন, জোট সরকারের শরিকদের মতামত উপেক্ষা করে ইসলামাবাদ থেকে একের পর এক প্রকল্প চাপিয়ে দেওয়া হচ্ছে। বিতর্কিত খাল প্রকল্প বাতিল বা পুনর্বিবেচনা করার কোনো উদ্যোগ সরকার নিচ্ছে না।

বিলাওয়াল বলেন, “আমরা এর বিরোধিতা করছি নীতিগত কারণে। কারণ এই প্রকল্প শুধু পানি বণ্টনের প্রশ্ন নয়, বরং এটি আমাদের ফেডারেশনের ভবিষ্যৎকেই হুমকির মুখে ফেলেছে। বেনজির ভুট্টো যখন বিতর্কিত বাঁধের বিরুদ্ধে কথা বলেছিলেন, তখন সারা দেশের শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন। আজকেও মানুষ প্রতিবাদে মুখর।”

তিনি আরও বলেন, “যদি আজ শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী হয়ে থাকেন, তাহলে হায়দ্রাবাদের জনগণকে ধন্যবাদ জানানো উচিত। কিন্তু তিনি তা না করে আমাদের মতামত উপেক্ষা করছেন। তাই আমরা আমাদের মন্ত্রিত্ব প্রত্যাখ্যান করছি।”

বক্তব্যের শেষাংশে বিলাওয়াল দৃঢ় কণ্ঠে বলেন, “প্রধানমন্ত্রী যদি তার অবস্থান না বদলান, তাহলে আমরাও একচুল পিছু হটব না।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv