ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ

আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৪:৫৪:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৪:৫৪:৩৬ অপরাহ্ন
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় আটক এক ইসরায়েলি বন্দির ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে বন্দি এলকানা বোহবোটকে দেখা যায় তার পরিবারের উদ্দেশে আবেগঘন বার্তা দিচ্ছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

ভিডিওটি প্রকাশের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে একাধিক সূত্র।

হামাসের দাবি, তারা যুদ্ধ বন্ধের বিনিময়ে একযোগে অবশিষ্ট বন্দিদের মুক্তি দিতে ইচ্ছুক। গাজায় বর্তমানে প্রায় ৫৯ জন ইসরায়েলি জিম্মি রয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে আনুমানিক ২৪ জন এখনো জীবিত বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওতে এলকানা বোহবোট বলেন, “আমার শরীর ভালো নেই। আমি ভয় পাচ্ছি—মরে যাব কি না জানি না। আমার জন্য তোমরা যা পারো করো।”

তিনি পরিবার ও সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়ে বলেন, যেন তাকে দ্রুত মুক্ত করার চেষ্টা করা হয়। ভিডিওটি একটি ‘মক টেলিফোন কল’-এর আদলে নির্মিত, যেখানে বোহবোট স্বপ্নে তার পরিবারকে দেখা এবং ঘরে ফেরার আকাঙ্ক্ষার কথা জানান।

এ ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েল-গাজা পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, হামাসের এই ভিডিও কৌশল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv