শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ

আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৫:৫১:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৫:৫১:১৫ অপরাহ্ন
শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, এমন দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নানা কারণে স্বীকৃতির সেই উদ্যোগ সফল হয়নি। তবে ‘জুলাই সনদ’ যেন ব্যর্থ না হয়, সেজন্য নিরবিচারে কাজ চলছে।

রোববার (২০ এপ্রিল) এনসিপি ও খেলাফত মজলিসের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমত থাকবে, এটা স্বাভাবিক। তবে বর্তমানে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, যেখানে সবাই নিজের মত প্রকাশ করতে পারছে। এটি ভিন্নমত মাত্র, আমরা মনে করি না দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হয়েছে যার সুযোগ ফ্যাসিবাদী শক্তি নিতে পারে।”

তিনি আরও জানান, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে এনসিপি সক্রিয় রয়েছে। তিনি বলেন, “আমরা সব ধরনের সংলাপে অংশ নিচ্ছি, তা আনুষ্ঠানিক হোক বা অনানুষ্ঠানিক। প্রয়োজন হলে মাঠের কর্মসূচিও নেয়া হবে, তবে সেটা অন্যান্য ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করেই যুগপৎভাবে।”

ফ্যাসিবাদী শক্তির উত্থান রুখতে ঐক্যের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে সবাই ঐক্যবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ।”

বিচারের ধরণ নিয়ে প্রশ্ন করা হলে এনসিপি আহ্বায়ক বলেন, “বিচার দুটি পর্যায়ে হওয়া উচিত—একটি ব্যক্তিকেন্দ্রিক, অন্যটি দলগত। ব্যক্তিদের তো বিচার অবশ্যই হবে, তবে দলগতভাবে বিচার না হলে রাজনৈতিক দায়বদ্ধতা সম্পূর্ণ হয় না। আমরা মনে করি, জুলাই গণহত্যা ছিল একটি রাজনৈতিক হত্যাযজ্ঞ, যেখানে দলগতভাবে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। সুতরাং দলগত বিচারও জরুরি।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv