সিলেট টেস্ট: বাংলাদেশকে চাপে রেখেই দিনটা নিজেদের করে নিলেন জিম্বাবুয়ে

আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০৬:২৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০৬:২৩:৩০ অপরাহ্ন
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৬১ ওভারেই ১৯১ রানে অলআউট হয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। প্রথম দিন শেষে ১২৪ রানে পিছিয়ে থাকলেও ১০ উইকেট হাতে রেখে জিম্বাবুয়ে এখন চালকের আসনে।

দিনের শুরুটা ছিল আশাব্যঞ্জক। সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় ধীরে সুস্থে শুরু করেছিলেন। তবে হঠাৎই নিয়াউচির বলে বেনেটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাদমান (১২)। পরক্ষণেই নিয়াউচির দ্বিতীয় শিকার হন জয় (১৪)।

এরপর শান্ত ও মুমিনুল কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। ৬৬ রানের জুটিতে কিছুটা স্বস্তি ফিরলেও ৪০ রান করে মুজারাবানির বলে শান্ত বিদায় নিলে আবার ধস নামে।
মুশফিকুর রহিম (৪) ব্যর্থ হন, যদিও মুমিনুল হক ফিফটি (৫১) তুলে নেন, কিন্তু ইনিংস বড় করতে পারেননি।

নিচের সারিতে ব্যর্থতার ধারা বজায় রাখেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ। ১৯ রানে হাসান মাহমুদ ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

৩টি করে উইকেট ভাগ করে নেন মুজারাবানি ও মাসাকাদজা, বাকি উইকেটগুলো নিয়েছেন নিয়াউচি ও বেন কারেন।

অন্যদিকে, জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে দিন শেষ করেন। উইকেট ছিল ব্যাটিং সহায়ক, আর সেটিই যেন বাংলাদেশের জন্য পরিণত হলো ব্যাটিং বিপর্যয়ের চিত্রনাট্যে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com