ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো আলোচনায় বিএনপি

আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০১:৩৭:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০১:৩৭:৩৩ অপরাহ্ন
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো আলোচনায় বসেছে বিএনপি। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে সংসদের এলডি হলে এই আলোচনা শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার ও রোববার আলোচনা শেষে বৈঠক মুলতবি করা হয়েছিল।

বিএনপির এই প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, দলটির বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।

বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আলী রীয়াজ। এছাড়া উপস্থিত রয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আলোচনায় ইতোমধ্যে তারা প্রজাতন্ত্র, মৌলিক অধিকার, আইন ও বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, সংবিধান সংস্কারসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে মতামত দিয়েছেন। রোববারের আলোচনা যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই আজকের আলোচনা শুরু হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আজই আলোচনা শেষ হবে এবং তারা কমিশনকে প্রয়োজনীয় মতামত প্রদান করতে সক্ষম হবেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv