ডিবি হেফাজতে সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়: ডিএমপির দাবি

আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০৩:২১:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০৩:২১:১৯ অপরাহ্ন
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার নথিপত্র পুড়ে যাওয়ার খবর ‘সঠিক নয়’ বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এবং ডিএমপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এমন দাবি করা হয়।

তবে এর আগে সকালে হাইকোর্টে রাষ্ট্রপক্ষ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ডিবি অফিসে অগ্নিকাণ্ডে বহু গুরুত্বপূর্ণ নথির সঙ্গে সাগর-রুনি হত্যা মামলার কিছু নথিপত্রও পুড়ে গেছে। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই তথ্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরশাদুর রউফ।

যদিও পরে সংবাদ ব্রিফিংয়ে অ্যাডভোকেট আরশাদুর রউফ নিজের বক্তব্য অস্বীকার করেন।

এদিকে, রাষ্ট্রপক্ষের সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও ছয় মাস সময় দিয়েছে।

গত বছরের ২৩ অক্টোবর হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (পিবিআই) প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত ১১৮ বার সময় বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এখনও পর্যন্ত মামলার বিচার শুরু হয়নি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv