বাংলাদেশ থেকে সেনাসদস্য নেবে কাতার: প্রেস সচিব

আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০৫:২৭:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০৫:২৭:২০ অপরাহ্ন
বাংলাদেশ থেকে বিভিন্ন দায়িত্ব পালনের লক্ষ্যে কাতার ৭২৫ জন সেনাসদস্য নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২২ এপ্রিল) দোহায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে।

প্রেস সচিব আরও জানান, বর্তমানে কুয়েতে যেমন দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনাসদস্যরা কর্মরত রয়েছেন, তেমনি কাতারও নিয়মিতভাবে বাংলাদেশ থেকে সেনাসদস্য নিতে চায়। প্রতি তিন বছর পরপর ৭২৫ জন সেনাসদস্য নিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের, তবে বাংলাদেশ এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছে।

উল্লেখ্য, আর্থনা শীর্ষ সম্মেলনে অংশ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দোহায় সফর করছে। সেই প্রতিনিধিদলের সদস্য হিসেবে প্রেস সচিব শফিকুল আলমও সেখানে অবস্থান করছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv