কাশ্মীর হামলা: মোদিকে ফোন দিয়ে কী বললেন পুতিন?

আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০২:৫১:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০২:৫১:৪৪ অপরাহ্ন
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২৬ জন নিহত হন।
 


এ ঘটনার পর রুশ প্রেসিডেন্ট পুতিন ফোন করেন নরেন্দ্র মোদিকে। তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এই নৃশংস অপরাধের কোনো যুক্তি নেই। আমরা আশা করি, যারা এই অপরাধ করেছে, তাদের উপযুক্ত শাস্তির মুখোমুখি করা হবে।রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে পুতিন আরও বলেন, ‘সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি পুনব্যক্ত করছি। নিহতদের আত্মীয় ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।


 
মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে ট্রাম্পের ফোনকলের কথা উল্লেখ করেছেন।
 এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতীয় প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন। তিনি অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। 
 

 
এছাড়া সৌদি আরব, ইসরাইল, ইতালি, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ এই হামলার নিন্দা জানিয়েছে।
 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv