তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৫:৩৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৫:৩৭:৪৪ অপরাহ্ন
তুরস্কে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। সংস্থাটি জানায়, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।

ভূমিকম্পের পরপরই তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি) জানায়, কম্পনটি রাজধানী ইস্তাম্বুলেও অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এই কম্পনে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

কম্পনের সময় শহরের বিভিন্ন ভবন কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে অনেক মানুষ ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন। ভূমিকম্প-পরবর্তী ক্ষয়ক্ষতি নিরূপণে জরুরি বিভাগের কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, তুরস্ক পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ, কারণ এটি ইউরেশিয়ান ও আনাতোলিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv