ডিসেম্বর পর্যন্ত দেরি কেন, তার আগেই নির্বাচন সম্ভব: ববি হাজ্জাজ

আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৪০:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৪০:২৯ অপরাহ্ন
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে তার আগেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিঁয়াজো কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ববি হাজ্জাজ জানান, “এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কীভাবে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা যায়—তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করা। আমাদের বিশ্বাস, জনগণের দাবি আদায়ের পথ রাজনৈতিক ঐক্যের মাধ্যমেই প্রশস্ত হতে পারে।”

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক ইতিমধ্যে হয়েছে। এনডিএমও তাদের মতামত দিয়েছে। “আমরা কমিশনকে স্পষ্ট জানিয়েছি, কোন কোন প্রস্তাবনার সঙ্গে একমত এবং কোন সংস্কারগুলো জরুরি। একইভাবে অন্য দলগুলোও তাদের মতামত জানিয়েছে।”

ববি হাজ্জাজ আরও বলেন, “কমিশনের উচিত এখন সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি সম্মিলিত সংস্কার তালিকা তৈরি করা। এই কাজটি দীর্ঘসূত্রতায় না গিয়ে ৩১ দিনের মধ্যেই সম্পন্ন করা সম্ভব।”

এই তালিকা চূড়ান্ত হলে নির্বাচন পিছিয়ে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার যৌক্তিকতা থাকবে না বলে মত দেন এনডিএম চেয়ারম্যান। “আমরা মনে করি, সেপ্টেম্বর বা অক্টোবরে নির্বাচন দেওয়া সম্ভব। তাতে জনগণের ভোটাধিকার ত্বরিতভাবে পুনঃপ্রতিষ্ঠিত হবে,”—বলেন তিনি।

সরকার ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের যে প্রস্তাব দিয়েছে, সেটিতে অনেক দল একমত হলেও, এনডিএম চাইছে যত দ্রুত সম্ভব নির্বাচন হোক।

তিনি বলেন, “যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত আমরা জানতে পারব জনগণ কোন সংস্কার চায় এবং কোন পথ তাদের কাছে গ্রহণযোগ্য।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv