টাইগার শ্রফকে হুমকিদাতা গ্রেফতার

আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৪৩:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৪৩:৪২ অপরাহ্ন
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। মঙ্গলবার মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণের মাধ্যমে তদন্ত শুরু করে পুলিশ এবং পরে পাঞ্জাবের কপুরথলা থেকে ৩৫ বছর বয়সী মণিষ কুমার সুজিন্দার সিং নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

তদন্তকারী কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মণিষ দাবি করেন, তাকে টাইগার শ্রফকে হত্যার জন্য একটি বেসরকারি সিকিউরিটি এজেন্সির মালিক ভাড়া করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, তাকে একটি রিভলভার এবং নগদ ২ লাখ ৮৬ হাজার টাকা দেওয়া হয়েছিল এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য।

তবে পরে তদন্তে জানা যায়, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। লোকমত টাইমস-এর বরাতে বলিউড হাঙ্গামা জানিয়েছে, মণিষ নিজের অফিসে অনিয়মিত উপস্থিতির কারণে বেতনের কাটছাঁটে ক্ষুব্ধ ছিলেন। প্রতিশোধের উদ্দেশ্যে নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফাঁসানোর জন্য তিনি এই ভুয়া গল্প তৈরি করেন এবং টাইগার শ্রফের মতো তারকাকে যুক্ত করে বড় ধরনের আলোড়ন তুলতে চেয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সময় ও সম্পদ অপচয়ের দায়ে মণিষ কুমার সিংয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩৫৩(২), ২১২ এবং ২১৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে টাইগার শ্রফ তার আসন্ন সিনেমা ‘বাঘি ৪’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চলতি মাসের শুরুতে নিজের ৩৫তম জন্মদিনে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন তিনি। পোস্টারে দেখা গেছে, আগের চেয়েও আরও রুক্ষ এবং শক্তিশালী লুকে ফিরছেন ‘রনি’ চরিত্রে টাইগার।

এ ঘটনার পর টাইগার বা তার টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv