৩ দেশের ৪০ থিয়েটারে ‘জংলি’

আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৪৮:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৭:৪৮:০২ অপরাহ্ন
এই ঈদে বড় চমক নিয়ে আসছে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। দেশের পাশাপাশি কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৪০টি থিয়েটারে ২৫ এপ্রিল থেকে একযোগে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ঈদের বাংলা সিনেমাগুলোর মধ্যে আন্তর্জাতিক বাজারে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় মুক্তি পাওয়া সিনেমা।

পরিবেশনার দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো। সংস্থাটির প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব জানিয়েছেন, "এই সময়ে ওয়ার্ল্ড মার্কেটে বলিউড ও হলিউড সিনেমার প্রেশার থাকে। তবে ভাল রেসপন্স পেলে ‘জংলি’ দ্বিতীয় সপ্তাহে আরও স্ক্রিন ধরে রাখতে পারবে এবং মার্কিন চেইন সিনেমার্ক-এ নতুন কিছু হলে জায়গা পেতে পারে।"

প্রথম সপ্তাহে ‘জংলি’ যেসব শহরে মুক্তি পাবে তার মধ্যে কানাডার টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার ও উইন্ডসর উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি, বাফেলো, ডেট্রয়েট, শিকাগো, ফিলাডেলফিয়া, আটলান্টা, ডালাস, হিউস্টন, লস এঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, আটলান্টিক সিটি ও ক্যানসাস সিটিতেও দেখা যাবে সিনেমাটি। যুক্তরাজ্যে সিনেমাটি দেখা যাবে লন্ডন, বার্মিংহাম, ওয়েম্বলি, লুটন ও ফেলথাম শহরের দর্শকদের জন্য।

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। শিশু চরিত্র পাখি হিসেবে আছেন নৈঋতা। আরও রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বুবলী এবং এক সময়ের শিশু শিল্পী, এখনকার নায়িকা দিঘী।

‘জংলি’তে ব্যবহৃত গানগুলো ইতোমধ্যেই শ্রোতাদের হৃদয় জয় করেছে। প্রিন্স মাহমুদের সংগীত পরিচালনায় "বাবা তোমায় ছাড়া" এবং "বন্ধুগো" গান দুটি সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

সিনেমাটি পরিচালনা করেছেন ‘শান’খ্যাত এম রাহিম। প্রযোজনা করেছে টাইগার মিডিয়া ও এমআইবি স্টুডিওস। ঈদের আমেজে নতুন গল্প ও আন্তর্জাতিক মুক্তির সুবাদে 'জংলি' দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করেছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv