মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০২:১১:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০২:১১:৪১ অপরাহ্ন
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মিরপুর-২ এর রূপনগর আবাসিক এলাকায় অবৈধভাবে নির্মিত পকেট গেট উচ্ছেদে অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বাড়ির মালিক সমিতির অনুমোদনহীন এসব গেট প্রায়ই বন্ধ রাখা হতো, যা আবাসিক এলাকার ভাড়াটিয়াদের চলাচলে বিঘ্ন ঘটাতো। বিশেষ করে রাতে বাসায় প্রবেশের সময় সমস্যায় পড়তেন তারা। ফলে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভাড়াটিয়ারা।

অন্যদিকে, বাড়ির মালিকরা ক্ষোভ প্রকাশ করে জানান, চুরি, ডাকাতি ও ছিনতাই রোধেই এসব পকেট গেট স্থাপন করা হয়েছিল।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব গেট অনুমোদনহীন ও অবৈধ। মানুষের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করে এমন সব স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv