কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক, বাংলাদেশের উন্নয়নে সর্বাত্মক সহায়তার আশ্বাস

আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০৪:৪৮:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০৪:৪৮:১৩ অপরাহ্ন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার চারদিনের কাতার সফরের শেষদিনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় ও ভবিষ্যৎমুখী করার বিষয়ে আলোচনায় অগ্রাধিকার দেওয়া হয়।

কাতারের প্রধানমন্ত্রী ড. ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং বাংলাদেশের পুনর্গঠন ও উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ-সম্পর্ক উন্নয়নে একজন সিনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘নতুন বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে কূটনৈতিক, আর্থিক এবং বিনিয়োগ সহায়তা কামনা করেন। বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর স্বপ্নপূরণে আন্তর্জাতিক অংশীদারদের সক্রিয় অংশগ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে কাতার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের মানবিক ভূমিকাকে প্রশংসা করা হয় এবং আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানানো হয়। তিনি রোহিঙ্গাদের জন্য কাতারের ধারাবাহিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এছাড়া বৈঠকে গাজা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফওজুল কবীর খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv