অপহরণের ৭ দিন পর মুক্তি মিলল চবির ৫ শিক্ষার্থীর

আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০৫:০৭:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০৫:০৭:১১ অপরাহ্ন
খাগড়াছড়ি থেকে অপহরণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে ৭ দিন পর মুক্তি দেয়া হয়েছে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ এপ্রিল সকালে খাগড়াছড়ি সদর উপজেলার গিরিফুল এলাকা থেকে পিসিপি সদস্য রিশন চাকমাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হন। ঘটনার পর থেকে শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও প্রগতিশীল মহল আন্দোলন গড়ে তোলে।
 


বিষয়টি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, খাগড়াছড়ি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ভূমিকা পালন করে। তাদের উদ্যোগ এবং ব্যাপক জনরোষের মুখে পড়ে অপহরণকারীরা কয়েক দফায় পাঁচ শিক্ষার্থীকে ছেড়ে দেয়।
 

 
মুক্তিপ্রাপ্তরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রিশন চাকমা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে, অলড্রিন ত্রিপুরা ও মৈত্রীময় চাকমা চারুকলা ইনস্টিটিউটে, দিব্যি চাকমা নাট্যকলা বিভাগে এবং লংঙি ম্রো প্রাণীবিদ্যা বিভাগে অধ্যয়নরত ছিলেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, এই অপহরণে পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফ (প্রসীত বিকাশ খীসা গ্রুপ) জড়িত।


 
রিবেক চাকমা জানান, অপহৃতদের পরিবার ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, শিক্ষার্থীরা বর্তমানে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন এবং তারা নিরাপদে রয়েছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv