জনগণ ডিসেম্বরের মধ্যেই ভোট দিতে উদগ্রীব: আমীর খসরু

আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০৭:৩১:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০৭:৩১:১১ অপরাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের জনগণ ডিসেম্বরের মধ্যেই ভোট দিতে আগ্রহী ও উদগ্রীব।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জনঅধিকার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বিএনপির লিয়াঁজো কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, “দেশে রাজনৈতিক সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন-পরবর্তী সময়েও সেই সংস্কার করা সম্ভব।” তিনি আরও বলেন, “জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা জনগণের সামনে উপস্থাপন করা দরকার।”

তিনি সকল পক্ষকে স্বচ্ছতা ও জনগণের আস্থার ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv