
অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমান ও সায়রা বানু টানা ২৯ বছরের দাম্পত্যে ইতি টানছেন। তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না- বিভিন্ন সূত্রে এমনটাই জানা গেছে।
অনেক কষ্ট স্বীকার করে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন রহমান-সায়রা দম্পতি- এ কথা জানিয়েছিলেন তাদের আইনজীবী। বিচ্ছেদের পরে মন খারাপ করা পোস্ট দিয়েছিলেন তিনি। অন্তত ৩০ বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হত, এমন দাবি করেছিলেন এ আর রহমান।
এ আর রহমানের সাজানো সংসারে ফাঁটল ধরার পর তাকে বিভিন্ন সময় সমালোচিত হতে হয়েছে। এমনকি এক সময় শোনা যায় নিজের দলের বেসিস্ট মোহিনীর সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছেন সুরকার। তবে এ ধরনের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন মোহিনী। এবার রহমান নিজেও বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এ আর রহমান বলেন, ‘জেনে বুঝেই জনসম্মুখে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রত্যেকেই ছাঁকনির মধ্যে দিয়ে যেতে হয়। সে ঈশ্বর হন আর পৃথিবীর ধনীতম ব্যক্তি কারও ছাড় নেই। তাহলে আমি আর এমন কে?’
এ আর রহমানের সুনাম যত বেড়েছে ততই শান্ত হতে শিখেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, ঘৃণার বদলে বরাবরই শান্তিকে বেছে নিয়েছেন। তার ভাষ্য, ‘আমাকে নিয়ে কেউ নোংরা মন্তব্য করলে পাল্টা আমি বরং শ্রষ্টাকে বলি ক্ষমা করে দিও।’ তাকে নিয়ে ওঠা বিভিন্ন সমালোচনার উত্তর দিলেন। তবে তিনি সায়রার সঙ্গে বিচ্ছেদ আসল কারণ তিনি এখনো গোপন রেখেছেন।
অনেক কষ্ট স্বীকার করে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন রহমান-সায়রা দম্পতি- এ কথা জানিয়েছিলেন তাদের আইনজীবী। বিচ্ছেদের পরে মন খারাপ করা পোস্ট দিয়েছিলেন তিনি। অন্তত ৩০ বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হত, এমন দাবি করেছিলেন এ আর রহমান।
এ আর রহমানের সাজানো সংসারে ফাঁটল ধরার পর তাকে বিভিন্ন সময় সমালোচিত হতে হয়েছে। এমনকি এক সময় শোনা যায় নিজের দলের বেসিস্ট মোহিনীর সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছেন সুরকার। তবে এ ধরনের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন মোহিনী। এবার রহমান নিজেও বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে এ আর রহমান বলেন, ‘জেনে বুঝেই জনসম্মুখে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রত্যেকেই ছাঁকনির মধ্যে দিয়ে যেতে হয়। সে ঈশ্বর হন আর পৃথিবীর ধনীতম ব্যক্তি কারও ছাড় নেই। তাহলে আমি আর এমন কে?’
এ আর রহমানের সুনাম যত বেড়েছে ততই শান্ত হতে শিখেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, ঘৃণার বদলে বরাবরই শান্তিকে বেছে নিয়েছেন। তার ভাষ্য, ‘আমাকে নিয়ে কেউ নোংরা মন্তব্য করলে পাল্টা আমি বরং শ্রষ্টাকে বলি ক্ষমা করে দিও।’ তাকে নিয়ে ওঠা বিভিন্ন সমালোচনার উত্তর দিলেন। তবে তিনি সায়রার সঙ্গে বিচ্ছেদ আসল কারণ তিনি এখনো গোপন রেখেছেন।