১০০ বিলিয়নের অস্ত্র বিক্রির প্রস্তাব নিয়ে সৌদি সফরে যাবেন ট্রাম্প

আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০৬:০১:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০৬:০১:০৯ অপরাহ্ন

আগামী মাসে সৌদি আরব সফরে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র কেনার প্রস্তাব দেয়া হতে পারে এই আরব দেশকে। খবরটি বেশ কয়েকটি সূত্রের বরাতে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।এই অস্ত্র সরবরাহে যুক্ত থাকতে পারে, লকহিড মার্টিন, আরটিএক্স, বোয়িং, জেনারেল অ্যাটোমিক্সের মতো সামরিক ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। আসন্ন এই সফরে ট্রাম্পের সঙ্গে যোগ দিতে পারেন এসব কোম্পানির শীর্ষ কর্মকর্তারা।

 

এর আগে, সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণের চেষ্টা হিসেবে বেশ কিছু সামরিক চুক্তির চেষ্টা চালায় বাইডেন প্রশাসন। যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এবার ট্রাম্প আরও বিস্তৃত পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বলেই খবর।বাইডেন প্রশাসন সেসময় চীনের কাছ থেকে অস্ত্র না কেনা ও বেইজিংয়ের বিনিয়োগ কমানোর প্রস্তাবে সৌদি আরবকে আরও উন্নত মার্কিন অস্ত্র দেয়ার কথা বলেছিল।

 

তবে হোয়াইট হাউজ বা সৌদি প্রশাসন কেউই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কিন্তু মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ।



যুক্তরাষ্ট্র সৌদি আরবকে বহু বছর ধরে অস্ত্র সরবরাহ করে আসলেও এতে ভাটা পড়ে ২০১৮ সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর। এর জেরে ২০২১ সালে মার্কিন কংগ্রেস সৌদি আরবের কাছে সমরাস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv