সাবেক এপিএস মোয়াজ্জেমের বিষয়ে দুদককে তদন্তের অনুরোধ উপদেষ্টা আসিফের

আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ০১:২৩:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০১:২৩:২০ অপরাহ্ন
নিজের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুরোধ করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লেখেন, মোয়াজ্জেম হোসেনের বিষয়ে দুদককে অনুসন্ধানের অনুরোধ জানানো হয়েছে। গুঞ্জন, গুজব না কি সত্য— তা দুদকের অনুসন্ধানের মাধ্যমেই পরিষ্কার হবে। তিনি জানান, ইতোমধ্যে কিছু ভুল তথ্য ছড়ানো হয়েছে। পদত্যাগের ঘটনাকে অপসারণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। কোনো অনুসন্ধানী তথ্য বা ব্যক্তিগত সাক্ষ্য ছাড়াই অনুমাননির্ভর মিডিয়া ট্রায়াল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ আরও লেখেন, কিছু সংবাদমাধ্যমের সাথে যোগাযোগ করে জানা গেছে, তাদের ওপরও চাপ ছিল নির্দিষ্টভাবে কিছু নিউজ প্রকাশের। ফ্যাক্টের ভিত্তিতে প্রতিবেদন হলে সমস্যা ছিল না, কিন্তু তথ্য-উপাত্তহীন মনগড়া কথাবার্তা প্রতিষ্ঠার চেষ্টা দৃষ্টিকটু লেগেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, দুদকের অনুসন্ধানের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটিত হবে— এটাই তার প্রত্যাশা।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল মোয়াজ্জেম হোসেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয় সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv