সেনাদের ‘গতিবিধি’ সংক্রান্ত সংবাদ প্রচার বন্ধে দেশীয় মিডিয়াকে নির্দেশ ভারত সরকারের

আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০১:৪৭:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০১:৪৭:৫৯ অপরাহ্ন
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশটির সকল সংবাদমাধ্যমকে সামরিক অভিযান ও নিরাপত্তা বাহিনীর গতিবিধি নিয়ে সংবাদ প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। শনিবার (২৬ এপ্রিল) এ সংক্রান্ত একটি পরামর্শ জারি করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

নির্দেশনায় স্থানীয় সংবাদ সংস্থাগুলোর পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ক্ষেত্রেও একই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ভারত সরকার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত যেকোনো বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান থেকে ভিডিও বা দৃশ্যের লাইভ সম্প্রচার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কার্গিল যুদ্ধ, মুম্বাই হামলা এবং কান্দাহার সংকটের সময় গণমাধ্যমগুলোর কিছু প্রচার প্রশ্নবিদ্ধ হয়েছিল। সে অভিজ্ঞতার আলোকে এবারের কাশ্মির হামলা পরিস্থিতিতে বিশেষ সতর্কতা অবলম্বন করছে সরকার।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv