ইসরায়েলি সেনাবাহিনীতে সৈন্য সংকট

আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০১:৪৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০১:৪৯:১৭ অপরাহ্ন
গাজা, পশ্চিম তীর, জর্ডান ভ্যালি, লেবানন, সিরিয়া ও সিনাই অঞ্চলে চলমান যুদ্ধের কারণে ইসরায়েলি সেনাবাহিনীতে তীব্র সৈন্য সংকট দেখা দিয়েছে বলে সতর্ক করেছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে নাফতালি বেনেট বলেন, "আমাদের কখনও এতোগুলো সীমান্ত সামলাতে হয়নি। বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীতে ২০ হাজার সৈন্যের ঘাটতি রয়েছে। এই সংকট দিন দিন আরও প্রকট হচ্ছে।"

ক্ষমতাসীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অতি-অর্থোডক্স হরেদি ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগে উৎসাহ দিতে হবে। বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়াতে হবে, যাতে অন্যান্য রিজার্ভ সৈন্যদের ওপর চাপ কমানো সম্ভব হয়।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েলের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে অতি-অর্থোডক্স পুরুষদের জন্য সেনাবাহিনীতে নিয়োগ বাধ্যতামূলক করে। এর আগে ধর্মীয় শিক্ষা গ্রহণরত ইহুদি ছাত্ররা সামরিক নিয়োগ থেকে অব্যাহতি পেত।

এই রায়ের পর ৩৩৮ জন হরেদি ইহুদিকে সেনাবাহিনীতে যুক্ত করা হলেও, এখনও অনেকে যোগদানে অনিচ্ছুক। ফলে সেনাবাহিনীতে ঘাটতি ক্রমশ বাড়ছে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv