সন্ত্রাসীরা আবারও কাশ্মিরকে ধ্বংস করতে চায়: মোদি

আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০২:৩৭:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০২:৩৭:৫৬ অপরাহ্ন
কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পুরো ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংকটময় এই মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (২৭ এপ্রিল) তার জনপ্রিয় ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১২১তম পর্বে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

মোদি বলেন, “কাশ্মিরে শান্তি ফিরে আসছিল, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল। স্কুল-কলেজ এবং পর্যটনের সংখ্যা বাড়ছিল। কিন্তু শত্রুরা এটা সহ্য করতে পারেনি।” হামলাকারীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমি নিহতদের পরিবারগুলোকে আশ্বস্ত করছি, তারা ন্যায়বিচার পাবে। যারা হামলার নেপথ্যে রয়েছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয়া হবে।”

এছাড়া মোদি জানান, কাশ্মির ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ভারতের পাশে দাঁড়িয়েছেন। কেউ ফোন করে, কেউ চিঠি লিখে, আবার কেউ বার্তা পাঠিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের সমর্থন জানিয়েছেন।

পাকিস্তানের বিরুদ্ধে ইতোমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। মোদির বক্তব্যে ইঙ্গিত মিলেছে, আগামী দিনে আরও বড় ধরনের প্রতিক্রিয়া দেখা যেতে পারে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv