পাক-ভারত উত্তেজনা কমাতে ইরানের প্রস্তাবকে স্বাগত জানালেন শেহবাজ

আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০৩:২০:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০৩:২০:৪০ অপরাহ্ন
পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান-ভারত উত্তেজনা কমাতে ইরানের সহায়তার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রোববার (২৭ এপ্রিল) ডন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় টেলিফোনে আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেন। তেহরানভিত্তিক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানের এই মধ্যস্থতার প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন শেহবাজ শরিফ।

এর আগে, ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। ২০০০ সালের পর অঞ্চলটিতে এটিই সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ইরান দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান ও ভারতের মধ্যে কূটনৈতিক সেতুবন্ধন তৈরির আগ্রহ প্রকাশ করেছে। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় নতুন সংঘাতের আশঙ্কা বাড়ছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় উভয় দেশকে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv