
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি রোববার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে এ আহ্বান জানান। খবর দিয়েছে জিও নিউজ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পর একই সুরে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি। তিনি বলেন, "বর্তমান পরিস্থিতি ও ঐতিহাসিক প্রেক্ষাপটে ভারতের তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই স্বাধীন ও তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত জরুরি।"
নাকভি আরও বলেন, ইসলামাবাদ নিরপেক্ষ তদন্তের জন্য যেকোনো সহায়তা দিতে প্রস্তুত। পাকিস্তান শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার অঙ্গীকারবদ্ধ, তবে সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপস করবে না বলেও তিনি সতর্ক করেন।
পেহেলগামে হামলার ঘটনায় নয়াদিল্লি ইসলামাবাদের দিকে অভিযোগের আঙুল তোলায় ক্ষোভ প্রকাশ করেন নাকভি। তিনি বলেন, "পাকিস্তান প্রকৃত সত্য বেরিয়ে আসার পক্ষপাতী এবং ন্যায়বিচার নিশ্চিত দেখতে চায়। ভারতীয় তদন্তের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন রয়েছে।"
উল্লেখ্য, জম্মু ও কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় বেশ কয়েকজন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদদানের অভিযোগ তোলে, যা পাকিস্তান জোরালোভাবে অস্বীকার করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পর একই সুরে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি। তিনি বলেন, "বর্তমান পরিস্থিতি ও ঐতিহাসিক প্রেক্ষাপটে ভারতের তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাই স্বাধীন ও তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত জরুরি।"
নাকভি আরও বলেন, ইসলামাবাদ নিরপেক্ষ তদন্তের জন্য যেকোনো সহায়তা দিতে প্রস্তুত। পাকিস্তান শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার অঙ্গীকারবদ্ধ, তবে সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপস করবে না বলেও তিনি সতর্ক করেন।
পেহেলগামে হামলার ঘটনায় নয়াদিল্লি ইসলামাবাদের দিকে অভিযোগের আঙুল তোলায় ক্ষোভ প্রকাশ করেন নাকভি। তিনি বলেন, "পাকিস্তান প্রকৃত সত্য বেরিয়ে আসার পক্ষপাতী এবং ন্যায়বিচার নিশ্চিত দেখতে চায়। ভারতীয় তদন্তের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন রয়েছে।"
উল্লেখ্য, জম্মু ও কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় বেশ কয়েকজন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদদানের অভিযোগ তোলে, যা পাকিস্তান জোরালোভাবে অস্বীকার করেছে।