
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত ও আশপাশের এলাকায় আজ রোববার (২৭ এপ্রিল) দুপুরে ৪.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে স্থানীয়রা ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। দেশটির সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ অঞ্চলে, যার গভীরতা ছিল ১৮৫ কিলোমিটার। পাকিস্তানের ভূতাত্ত্বিক গবেষক মুহাম্মদ রেহান জানিয়েছেন, পাকিস্তান তিনটি বড় টেকটোনিক প্লেট—আরবীয়, ইউরেশীয় এবং ভারতীয় প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই প্লেটগুলোর সংযোগস্থলে দেশটিতে পাঁচটি সিসমিক জোন তৈরি হয়েছে, যা ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
তবে এখন পর্যন্ত সোয়াত ও আশপাশের এলাকায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে, চলতি মাসের ১৯ তারিখেও খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও লাহোরে ৫.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তি ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত এলাকায়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ অঞ্চলে, যার গভীরতা ছিল ১৮৫ কিলোমিটার। পাকিস্তানের ভূতাত্ত্বিক গবেষক মুহাম্মদ রেহান জানিয়েছেন, পাকিস্তান তিনটি বড় টেকটোনিক প্লেট—আরবীয়, ইউরেশীয় এবং ভারতীয় প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই প্লেটগুলোর সংযোগস্থলে দেশটিতে পাঁচটি সিসমিক জোন তৈরি হয়েছে, যা ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
তবে এখন পর্যন্ত সোয়াত ও আশপাশের এলাকায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এর আগে, চলতি মাসের ১৯ তারিখেও খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও লাহোরে ৫.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তি ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত এলাকায়।