যেকোনো সংকটে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জামায়াত আমীরের

আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০১:১৬:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০১:১৬:২০ অপরাহ্ন
জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের যেকোনো সংকটে রাজনৈতিক দলগুলোর একসঙ্গে থাকার এখন সময় এসেছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে ইসলামী ব্যক্তিত্ব ও জামায়াতের সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহানকে নিয়ে রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জামায়াত আমীর বলেন, মাওলানা আব্দুস সুবহান এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি দলমত নির্বিশেষে সবার ভালোবাসা অর্জন করেছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে কনডেম সেলে মৃত্যুর অপেক্ষায় থেকেও কখনো ভীত হননি। বরং কারাগারে থেকেও অন্য বন্দিদের খোঁজখবর রাখতেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট শিমুল বিশ্বাস। তিনি বলেন, "জুলাই বিপ্লবের পর বিতাড়িত সরকার আব্দুস সুবহানকে অপমানিত করতে মানবতাবিরোধী মামলায় আসামি করেছিল। তবে আজ সেই আওয়ামী লীগই অপমানের মুখে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।"


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv