যুদ্ধে রাশিয়ায় সৈন্য পাঠানো নিশ্চিত করলো উত্তর কোরিয়া

আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০১:৫৮:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০১:৫৮:৫০ অপরাহ্ন
রাশিয়ায় সৈন্য পাঠানো নিয়ে এতদিন নীরব থাকলেও, অবশেষে উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে তারা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে সৈন্য মোতায়েন করেছে।

স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির সৈন্যরা রাশিয়ার বাহিনীকে সহায়তা করে ইউক্রেনের কুরস্ক সীমান্ত অঞ্চল "মুক্ত" করেছে। কিম জং উনের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এ প্রসঙ্গে রাশিয়ার চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভ উত্তর কোরিয়ার সৈন্যদের "বীরত্ব" এর প্রশংসা করেছেন। তার বক্তব্যের পরই উত্তর কোরিয়া আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিয়েছে। মস্কোও এবার প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছে উত্তর কোরীয় সেনাদের অংশগ্রহণের বিষয়টি।

রাশিয়ার দাবি, তারা ইউক্রেনের কুরস্ক অঞ্চলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যদিও ইউক্রেন এই দাবি প্রত্যাখ্যান করেছে।

দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগে থেকেই সন্দেহ প্রকাশ করে আসছিল যে, পিয়ংইয়ং রাশিয়াকে সহায়তা করছে। কেসিএনএ জানিয়েছে, সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত পিয়ংইয়ং ও মস্কোর পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবেই নেওয়া হয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv