
পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনায় তপ্ত ভারত শাসিত জম্মু ও কাশ্মীর। আর সেই রক্তাক্ত হামলার রেশ ধরে ভারত-পাকিস্তান উত্তেজনা পৌঁছেছে চরমে।
এই উত্তপ্ত পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “১৩০টি পারমাণবিক অস্ত্র সাজিয়ে রাখিনি, সবই ভারতের দিকে তাক করা আছে।”
হানিফ আব্বাসি জানান, পাকিস্তান ‘শাহীন’ ও ‘গজনবী’ ধরনের ক্ষেপণাস্ত্রসহ ১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে। তার ভাষায়, “এসব ক্ষেপণাস্ত্র শুধু নমুনা নয়, হিন্দুস্তানের জন্যই প্রস্তুত। পাকিস্তানের কোন কোন জায়গায় মোতায়েন রয়েছে, তার কোনো ধারণাই নেই ভারতের।”
এদিকে, পাক মন্ত্রীর এমন হুমকির জবাব দিতে দেরি করেনি দিল্লি। ভারতীয় নৌবাহিনী ইতোমধ্যেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মহড়া শুরু করেছে।
দুই দেশের সীমান্তজুড়ে বাড়ছে সামরিক উপস্থিতি। যুদ্ধংদেহী ভাষ্য আর পাল্টাপাল্টি প্রস্তুতিতে দক্ষিণ এশিয়ার আকাশে ছড়িয়ে পড়ছে নতুন করে সংঘাতের শঙ্কা।
এই উত্তপ্ত পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “১৩০টি পারমাণবিক অস্ত্র সাজিয়ে রাখিনি, সবই ভারতের দিকে তাক করা আছে।”
হানিফ আব্বাসি জানান, পাকিস্তান ‘শাহীন’ ও ‘গজনবী’ ধরনের ক্ষেপণাস্ত্রসহ ১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে। তার ভাষায়, “এসব ক্ষেপণাস্ত্র শুধু নমুনা নয়, হিন্দুস্তানের জন্যই প্রস্তুত। পাকিস্তানের কোন কোন জায়গায় মোতায়েন রয়েছে, তার কোনো ধারণাই নেই ভারতের।”
এদিকে, পাক মন্ত্রীর এমন হুমকির জবাব দিতে দেরি করেনি দিল্লি। ভারতীয় নৌবাহিনী ইতোমধ্যেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মহড়া শুরু করেছে।
দুই দেশের সীমান্তজুড়ে বাড়ছে সামরিক উপস্থিতি। যুদ্ধংদেহী ভাষ্য আর পাল্টাপাল্টি প্রস্তুতিতে দক্ষিণ এশিয়ার আকাশে ছড়িয়ে পড়ছে নতুন করে সংঘাতের শঙ্কা।