
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে একটি পারিবারিক বিরোধের কারণে স্বামী মাজেদ বিশ্বাসের দাফন কাজ আটকে দেওয়া হয়েছে। তার দ্বিতীয় স্ত্রী হামফুর বেগম এবং তার আত্মীয়-স্বজনরা অভিযোগ করেছেন যে, মাজেদ বিশ্বাসের প্রথম পক্ষের ছেলে-মেয়েরা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে নিজেদের নামে সম্পত্তি লিখে নিয়েছে। এর ফলে, লাশ দাফনের কাজ আটকে রেখে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিসি সভা অনুষ্ঠিত হয়।
ঘটনার সূত্রপাত হয় প্রায় ছয় মাস আগে, যখন মাজেদ বিশ্বাস অসুস্থ হলে তার দুই ছেলে লতিফুর রহমান ও জাব্বার তাকে চিকিৎসার নাম করে অন্য স্থানে নিয়ে যান এবং সেখানে তার সম্পত্তি নিজেদের নামে লিখে নেন। এরপর, গত ১৬ এপ্রিল, মাজেদ বিশ্বাস তার দ্বিতীয় স্ত্রী হামফুর বেগমকে তালাক নোটিশ পাঠান, কিন্তু তিনি সেটি গ্রহণ করেননি। এতে হামফুর বেগম স্থানীয় চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন এবং ৫ মে গ্রাম্য সালিসের দিন নির্ধারণ করা হয়।
মাজেদ বিশ্বাস ২৭ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার দুই ছেলে লাশ নিয়ে গ্রামে ফিরলে হামফুর বেগম এবং তার আত্মীয়-স্বজনরা দাফন কার্যক্রম আটকে দেন, কারণ সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। সকাল সাড়ে ৮টায় স্থানীয় জনপ্রতিনিধিরা সালিসে বসেন এবং সিদ্ধান্ত হয় যে, জমি সমবন্টন করা হবে, এরপরই দাফন কার্যক্রম শুরু হবে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দুই পক্ষের মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে জমি সমবন্টন করার পরই লাশ দাফন হবে।
ঘটনার সূত্রপাত হয় প্রায় ছয় মাস আগে, যখন মাজেদ বিশ্বাস অসুস্থ হলে তার দুই ছেলে লতিফুর রহমান ও জাব্বার তাকে চিকিৎসার নাম করে অন্য স্থানে নিয়ে যান এবং সেখানে তার সম্পত্তি নিজেদের নামে লিখে নেন। এরপর, গত ১৬ এপ্রিল, মাজেদ বিশ্বাস তার দ্বিতীয় স্ত্রী হামফুর বেগমকে তালাক নোটিশ পাঠান, কিন্তু তিনি সেটি গ্রহণ করেননি। এতে হামফুর বেগম স্থানীয় চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন এবং ৫ মে গ্রাম্য সালিসের দিন নির্ধারণ করা হয়।
মাজেদ বিশ্বাস ২৭ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার দুই ছেলে লাশ নিয়ে গ্রামে ফিরলে হামফুর বেগম এবং তার আত্মীয়-স্বজনরা দাফন কার্যক্রম আটকে দেন, কারণ সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। সকাল সাড়ে ৮টায় স্থানীয় জনপ্রতিনিধিরা সালিসে বসেন এবং সিদ্ধান্ত হয় যে, জমি সমবন্টন করা হবে, এরপরই দাফন কার্যক্রম শুরু হবে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দুই পক্ষের মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে জমি সমবন্টন করার পরই লাশ দাফন হবে।