নাহিদকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ উল্লেখ করে হাসনাত আবদুল্লাহর পোস্ট

আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৬:৩৭:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৬:৩৭:৪১ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) আলোচিত পোস্ট দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি নাহিদকে "বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী" বলে উল্লেখ করেছেন।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে নাহিদের সঙ্গে একটি ছবি পোস্ট করে হাসনাত লেখেন, "শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।"

এর আগে, এনসিপির প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও নাহিদ ইসলামকে নিয়ে প্রশংসাসূচক পোস্ট করেছিলেন। সেখানে তিনি নাহিদকে "দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ধারালো রাজনৈতিক মন" বলে উল্লেখ করেন। বলেন, মাত্র ২৬ বছর বয়সেই নাহিদ একজন নৃশংস স্বৈরশাসকের বিরুদ্ধে সফল জনপ্রিয় বিদ্রোহের নেতৃত্ব দেন এবং ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এমনকি তিনি মন্তব্য করেন, "আর আল্লাহ জানেন, একদিন তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।"

প্রসঙ্গত, নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। তার নেতৃত্বেই ২০২৪ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হয়। এরপর, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে (আগস্ট ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫) দায়িত্ব পালন করেন। পরে সেই পদ ছাড়িয়ে নাহিদ এনসিপি গঠন করেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv