সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন: সিইসি

আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০১:৫১:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০১:৫১:৩৮ অপরাহ্ন
সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার চিন্তা করছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোকে আগামী ১৫ মে’র মধ্যে মতামত জানানোর আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে ‘প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং সিস্টেম উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে এ আহ্বান জানান তিনি।

সিইসি বলেন, প্রবাসীদের ভোটদানের পদ্ধতি নির্ধারণ করতে হবে দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, ভোটারদের শিক্ষাগত যোগ্যতা এবং প্রযুক্তিগত সক্ষমতা বিবেচনায় রেখে।

সেমিনারে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমআইএসটি এবং বুয়েট—এই তিনটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নির্বাচন কমিশনে পৃথকভাবে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এতে তিন ধরনের ভোটিং পদ্ধতির প্রস্তাব এসেছে—পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং।

তবে এসব পদ্ধতির সম্ভাব্য চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতাও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে।

সেমিনারে আলোচনায় উঠে আসে—ভোটিং প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতকরণ, নিরাপদ সিস্টেম ডিজাইন, কারিগরি বাস্তবতা যাচাই এবং উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়গুলো।

 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv