
ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেইতের (এসবিইউ) প্রধান রোনেন বার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, চলতি বছরের ১৫ জুন দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।
রোনেন বার বলেন, “৩৫ বছর ধরে এ সংস্থায় কাজ করছি। যথাযথ প্রক্রিয়ায় একজন যোগ্য উত্তরসূরি বেছে নেওয়ার জন্য সময় রাখা হয়েছে।”
এর আগে, গত মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে অপসারণের চেষ্টা চালান। ওই সিদ্ধান্তের পর দেশজুড়ে শুরু হয় তীব্র বিক্ষোভ। সমালোচকরা অভিযোগ করেন, নেতানিয়াহু সরকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা হরণ করছে এবং ইসরায়েলি গণতন্ত্রকে দুর্বল করে ফেলছে।
জানা গেছে, নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় সহায়তা না করায় রোনেন বারের প্রতি অসন্তুষ্ট ছিলেন তিনি। সেইসাথে বিক্ষোভকারীদের ওপর নজরদারিতে অনীহাও নেতানিয়াহুর ক্ষোভ বাড়িয়ে তোলে। এতে শিন বেইত প্রধানের ওপর আস্থা হারান প্রধানমন্ত্রী এবং বরখাস্তের সিদ্ধান্ত নেন। যদিও সে সময় আদালতের হস্তক্ষেপে সে উদ্যোগ স্থগিত হয়।
সবশেষ এই নাটকীয়তা শেষে নিজ থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন রোনেন বার।
রোনেন বার বলেন, “৩৫ বছর ধরে এ সংস্থায় কাজ করছি। যথাযথ প্রক্রিয়ায় একজন যোগ্য উত্তরসূরি বেছে নেওয়ার জন্য সময় রাখা হয়েছে।”
এর আগে, গত মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে অপসারণের চেষ্টা চালান। ওই সিদ্ধান্তের পর দেশজুড়ে শুরু হয় তীব্র বিক্ষোভ। সমালোচকরা অভিযোগ করেন, নেতানিয়াহু সরকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা হরণ করছে এবং ইসরায়েলি গণতন্ত্রকে দুর্বল করে ফেলছে।
জানা গেছে, নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় সহায়তা না করায় রোনেন বারের প্রতি অসন্তুষ্ট ছিলেন তিনি। সেইসাথে বিক্ষোভকারীদের ওপর নজরদারিতে অনীহাও নেতানিয়াহুর ক্ষোভ বাড়িয়ে তোলে। এতে শিন বেইত প্রধানের ওপর আস্থা হারান প্রধানমন্ত্রী এবং বরখাস্তের সিদ্ধান্ত নেন। যদিও সে সময় আদালতের হস্তক্ষেপে সে উদ্যোগ স্থগিত হয়।
সবশেষ এই নাটকীয়তা শেষে নিজ থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন রোনেন বার।