যুক্তরাষ্ট্রে স্কুল ক্যাম্পে শিশুদের ওপর তুলে দিলো গাড়ি, নিহত ৪

আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৩:১৯:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৩:১৯:২৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের চ্যাথামে স্কুল-পরবর্তী ক্যাম্পের মধ্যে একটি গাড়ি ধাক্কায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে আরও কয়েকজন। মঙ্গলবার (২৯ এপ্রিল) কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন।



ইলিনয় স্টেট পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে, ‘ওয়াইএনওটি আফটার স্কুল ক্যাম্প’র পূর্ব দিক দিয়ে একটি গাড়িটি চলে যায়। গাড়িটি ভবনের পূর্ব অংশ দিয়ে প্রবেশ করার পর এবং কাঠামোর পশ্চিম দিক দিয়ে বেরিয়ে যাওয়ার আগে ভবনের বাইরে বেশ কয়েকজনকে আঘাত করে।


রাজ্য পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের বয়স ৪ থেকে ১৮ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে তিনজন ভবনের বাইরে আঘাত পেয়েছিলেন এবং অন্য একজন ভেতরে আঘাত পেয়েছেন।বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যার মধ্যে একজনকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানায় রাজ্য পুলিশ।ওই গাড়িতে একমাত্র চালকই ছিলেন শুধু। এই ঘটনায় তিনি আহত হননি। তবে তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।




গভর্নর জেবি প্রিটজকার বলেছেন, তার প্রশাসন দুর্ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ‘আমার হৃদয় এই পরিবারগুলোর জন্য ভারী হয়ে উঠেছে। এমন কিছু কোনো পিতামাতার জন্য সহ্য করার মতো নয়।’‘ওয়াইএনওটি আফটার স্কুল ক্যাম্প’ আফটার স্কুল ক্যাম্প শিশুদের জন্য নিরাপদ, মজাদার, সক্রিয় এবং আনন্দদায়ক গ্রীষ্মের পরিবেশ হিসাবে পরিচিত একটি ইভেন্ট। এটি স্কুল-পরবর্তী সময়ে আনন্দ দিতে গ্রীষ্মকালীন ক্যাম্প প্রদান করে থাকে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv