রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৩:২৫:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৩:২৫:৪৪ অপরাহ্ন
নরসিংদীতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে সেলিনা বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে নরসিংদী পৌর এলাকার বাসাইল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিনা বেগম বাসাইল মহল্লার বাসিন্দা বশির উদ্দিনের স্ত্রী এবং চার সন্তানের জননী।


 
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম ও নিহতের স্বজনরা জানান, দুপুরে সেলিনা বেগম বাসা থেকে বের হয়ে রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা অভিমুখী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি গুরুতরভাবে ক্ষতবিক্ষত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহতের ছেলে ওমর ইয়াসিন জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।


 
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। মানসিক ভারসাম্যহীনতার বিষয়টি তারা নিশ্চিত করেছে। প্রক্রিয়া অনুযায়ী মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।’


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv