‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ খ্যাত অভিনেতার ‘মরদেহ উদ্ধার’ নিয়ে ধোঁয়াশা

আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৪:০১:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৪:০১:০৮ অপরাহ্ন
‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ খ্যাত পর্দার পরিচিতি অভিনেতা রোহিত বাসফোর মৃত্যু নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নেয়া এই তারকার মৃত্যুর খবর ছড়িয়েছে। আসামের ছেলে হওয়ার পরও মুম্বাইতে কাজ করেন তিনি।




আসছে নভেম্বরেই ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের তৃতীয় পর্ব মুক্তির কথা। এমন সময় সামনে এলো এর অভিনেতার মৃত্যুর খবর।গত ২৮ এপ্রিল সন্ধ্যায় আসামের গড়ভাঙ্গা জঙ্গলে বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন অভিনেতা রোহিত। এরপর নাকি আর ফেরেননি। তারপর গুয়াহাটি থেকে নাকি তার মরদেহ উদ্ধার করা হয়েছে―এমনই খবর ছড়িয়েছে।



তারকা অভিনেতা রোহিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমেছে সোশ্যাল মিডিয়ায়। প্রিয় অভিনেতাকে হারিয়ে নানা শোকবার্তা দিচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।





এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোহিত নাকি মারা যাননি। বেঁচে আছেন তিনি। আর খবর ছড়াতেই শুরু হয়েছে চাঞ্চল্যের। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ইনস্টাগ্রামে এক স্টোরিতে তিনি লিখেছেন, ‘আমি একদম ঠিক আছি।’


প্রতিবেদন অনুযায়ী অভিনেতা রোহিত ভিডিওবার্তায় জানিয়েছেন, তিনি জীবিত আছেন। সুস্থ আছেন। পুরো ঘটনা ঘটেছে নাম বিভ্রাটের কারণে। মূলত রোহিত বাসফোর নামের অন্য এক ব্যক্তি আসামের জঙ্গলে ঘুরতে গিয়ে রহস্যজনকভাবে মারা গেছেন। তারই মরদেহ উদ্ধার করা হয়েছে। এভাবে ভুল তথ্য ছড়িয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv