দেশবাসীকে যুদ্ধের প্রস্তুতিতে থাকতে বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৪:১৩:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৪:১৩:৪২ অপরাহ্ন

সিন্ধু নদের পানির হিস্যা নিজেরাই বুঝে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। একইসঙ্গে, দেশবাসীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

 

এদিকে, ফের হামলার শঙ্কায় জম্মু-কাশ্মীরের ৪৮টি পর্যটনস্থল তড়িঘড়ি করে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। টানা পাঁচ দিনের মতো কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনায় বিপাকে পড়েছেন পাকিস্তানি কৃষকরা।

 

 

 

কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে টানা পাঁচ দিনের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। পাল্টা গুলি ছুড়ে তাদের উস্কানির কড়া জবাব দিয়েছে ভারত।

 

 

 

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নিয়ন্ত্রণ রেখার কুপওয়ারা, বারামুল্লা ও আখনূর সেক্টরে গোলাগুলি হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

 

 

পেহেলগামে ২৬ পর্যটক হত্যার ঘটনায় দুই দেশই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে অন্যতম সিন্ধু পানি চুক্তি। পাকিস্তানের অভিযোগ, ভারতের একতরফা ও বেআইনি পদক্ষেপ মানবে না ইসলামাবাদ। সিন্ধু নদের পানির হিস্যা নিজেরাই আদায় করে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

 

 

 

সিন্ধুর পানিকে ভারত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও নিন্দা জানান তিনি। পাকিস্তানের ২৪ কোটি মানুষের জীবিকা এই সিন্ধু নদের ওপর নির্ভরশীল বলেও উল্লেখ করেন পাক পররাষ্ট্রমন্ত্রী।

 

 

 

পাকিস্তানের মাটিতে খুব দ্রুতই ভারত সামরিক হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের জন্য পাকিস্তান প্রস্তুত আছে।

 

 

 

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘পাকিস্তানে অনুপ্রবেশ করে সামরিক সংঘাতে জড়াতে পারে ভারত। এটির খুবই সম্ভাবনা আছে। তবে পাকিস্তানও সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। আকাশ, স্থল ও সমুদ্র সীমা লঙ্ঘন করলে পাল্টা জবাব দেবে পাকিস্তান।’

 

 

 

তার অভিযোগ, দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে অন্যান্য দেশ যখন চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন ভারত আরও আগ্রাসী হয়ে উঠছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারে দুই দেশকেই বিরত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

 

 

 

খাজা আসিফ বলেন, ‘পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহারকে বিকল্প হিসেবে চিন্তা করবে পাকিস্তান। সরাসরি হুমকি হলেও তা ব্যবহার করা হবে। তবে কেবল সশস্ত্র সংঘাতের ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ নেয়া উচিত হবে না। দুই দেশেরই পারমাণবিক অস্ত্রের ব্যবহার থেকে বিরত থাকতে হবে।’

 

 

 

এদিকে, জম্মু-কাশ্মীরে ফের হামলার শঙ্কায় ৪৮টি পর্যটনস্থল তড়িঘড়ি করে বন্ধ করে দিয়েছে ভারত। উপত্যকাজুড়ে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েও হামলাকারীদের নাগাল পায়নি ভারতের নিরাপত্তা বাহিনী। যদিও দেশটির গোয়েন্দা সূত্র বলছে, পর্যটনস্পট লক্ষ্য করে আবারও হামলার পরিকল্পনা করছে সন্ত্রাসীরা।

 

 

 

দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনায় বিপাকে পড়েছেন ওয়াগা সীমান্তের পাকিস্তানি কৃষকরা। আতঙ্ক ও বিধিনিষেধে তারা ফসল কাটতে জমিতে যেতে পারছেন না। কাজের জন্যও তারা বাইরে যেতে পারছেন না।

 

 

 

পাকিস্তানি কৃষকদের মধ্যে একজন বলেন, ‘আমাদের জমি সীমান্তের খুব কাছে। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত আমরা ফসল কাটতে জমিতে যেতে পারছি না। এখন ফসল না কাটলে আমরা চরম সংকটে পড়বো।’

 

 

 

অন্য একজন বলেন, ‘উভয়পক্ষ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিক এটিই আমাদের চাওয়া। এখানকার বাসিন্দারা ভয় ও আতঙ্কের মধ্যে আছেন। আমরা আর্থিক সংকটেও পড়ছি।’

 

 

 

এর মধ্যেই জাতিসংঘে পাকিস্তানকে দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছে ভারত। ভারতের উপস্থায়ী প্রতিনিধি যোজনা প্যাটেল বলেন, ‘পাকিস্তান বিশ্বব্যাপী সন্ত্রাসবাদকে ইন্ধন দিচ্ছে এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।’

 

 

 

এদিকে, পেহেলগামে হামলার ঘটনায় ঐক্য ও সংহতি জানিয়ে সংসদের বিশেষ অধিবেশন আয়োজনের আহ্বান জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv