গাজা-লেবাননে আরও শতাধিক প্রাণহানি

আপলোড সময় : ০৮-১১-২০২৪ ১০:৫৬:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৪ ১০:৫৬:৫৩ পূর্বাহ্ন
গাজা ও লেবাননে গত ২৪ ঘণ্টায় শতাধিক নিহত হয়েছেন। গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, অবরুদ্ধ এলাকাটিতে ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৩ জন নিহত হওয়ার পাশাপাশি ১৬১ জন নিহত হয়েছেন।মূলত গাজা ও লেবাননে অব্যাহত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৪৬৯ জনে। আহত হয়েছেন এক লাখের বেশি।তাছাড়া লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ১০৩ জনে। আর আহত হয়েছেন প্রায় ১৪ হাজার।

শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে দেশটিতে প্রেসিডেন্ট হিসেবে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এসব প্রক্রিয়ার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা থেমে নেই। অব্যাহত রয়েছে মৃত্যুর মিছিল।লেবাননের রাজধানী বৈরুতেও অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

সূত্র: আল-জাজিরা


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv