ব্যাগসহ নারীকে গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে আহত: আদালতের স্বপ্রণোদিত মামলা

আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৬:৩৬:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৬:৩৬:২৭ অপরাহ্ন
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় এক নারীর ব্যাগ ছিনতাই ও তাকে গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে আহত করার ঘটনায় স্বপ্রণোদিতভাবে মামলা করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাউসার পারভীন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে ফৌজদারি কার্যবিধি অনুসারে মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। আগামী ২০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী আপেল মাহমুদ।

আদালত সূত্র জানায়, ২৭ এপ্রিল প্রকাশিত একটি জাতীয় দৈনিকে উল্লেখ করা হয়, সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে এক নারী রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় চলন্ত একটি সাদা প্রাইভেটকার থেকে এক ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেয় এবং তাকে গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে নিয়ে যায়। ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা না হওয়ায় আদালত নিজ উদ্যোগে মামলা করেন। আদেশে বলা হয়, দণ্ডবিধির ৩৯২, ৩৭৯, ৩২৫ ও ৩৪ ধারায় ডাকাতি, চুরি, গুরুতর আঘাত ও সম্মিলিত অপরাধ সংগঠনের বিষয়টি প্রতীয়মান। তাই ন্যায়বিচার নিশ্চিত করতে তদন্ত অপরিহার্য।

পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপারকে ঘটনাস্থল পরিদর্শন, ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ এবং ভিডিওসহ প্রাসঙ্গিক সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv