সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি ‘লকড’

আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০১:০৪:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০১:০৪:৩৫ অপরাহ্ন
নির্বাচন কমিশনের (ইসি) আওতাধীন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের (এনআইডি) সাবেক মহাপরিচালক (ডিজি) সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনের এনআইডি লক করেছে নির্বাচন কমিশন।ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) তার এনআইডি লক করা হয়েছে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্দেশনায় সালেহ উদ্দিনের এনআইডি লক করা হয়।




হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’ দুদকের পাঠানো চিঠিতে বলা হয়েছিল, দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনসহ দুইজন ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞাসহ জাতীয় পরিচয়পত্র ব্লক করণের আদেশ প্রদানের আবেদন করেছেন।



সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দরখাস্ত মঞ্জুর করে দুদক। এক্ষেত্রে জনস্বার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচায়পত্র ব্লক করার নির্দেশনা দেয় সংস্থাটি। এই নির্দেশনা পাওয়ার পর ইসির অনুমোদনের ভিত্তিতে সংশ্লিষ্ট আইটি শাখা সালেহ উদ্দীন ও তার স্ত্রীর এনআইডি ব্লক করেছে। 



সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বিএমটিএফ-এর দায়িত্ব নেওয়ার আগে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ছিলেন। তার সময়েই স্মার্টকার্ডের জন্য ফরাসি প্রযুক্তি প্রতিষ্ঠান অবার্থারের সঙ্গে চুক্তি করা হয়, যে প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কার্ড দিতে না পারার খেসারত এখনো দিতে হচ্ছে ইসিকে।



সম্প্রতি শেখ হাসিনসহ তার পরিবারের দশ সদস্যের এনআইডি ব্লক করে ইসি। এনআইডি ব্লক করা হলে নাগরিক সেবা বিঘ্নিত হয়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv