যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসা-যাওয়ার সময় বেড়ে গেছে ৪ ঘণ্টা

আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০২:৪৪:১১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০২:৪৪:১১ অপরাহ্ন
ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। মূলত ওই হামলার পর কূটনৈতিকভাবে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয় ভারত।আর এর জবাবে পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দেয়। যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ভারত থেকে উত্তর আমেরিকা-গামী ও ভারতে ফেরত আসা ফ্লাইটগুলোর ওপর।এমনকি পাকিস্তানের এই সিদ্ধান্তের জেরে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সঙ্গে ভারতের রাজধানী দিল্লির ফ্লাইটের সময় বেড়ে গেছে ৪ ঘণ্টা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।



ফ্লাইটরাডার২৪ নামের একটি ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করতে পারায় ভারতের দিল্লি থেকে উত্তর আমেরিকার বিভিন্ন শহরে যাওয়ার পথে এখন বাধ্যতামূলকভাবে জ্বালানি নেওয়ার জন্য থামতে হচ্ছে ভারতীয় বিমানগুলোকে। এজন্য ভিয়েনা (অস্ট্রিয়া) ও কোপেনহেগেন (ডেনমার্ক)-এ নতুনভাবে রিফুয়েলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।উদাহরণস্বরূপ, দিল্লি থেকে শিকাগো যাওয়ার বিমান আগে সরাসরি পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে ১২ হাজার ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করত এবং এতে সময় লাগত প্রায় ১৪ ঘণ্টা ৪৭ মিনিট। এখন সেই একই ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে প্রায় ১৫ হাজার কিলোমিটার পাড়ি দিচ্ছে এবং সময় লাগছে ১৯ ঘণ্টারও বেশি।



এছাড়া যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী ফ্লাইট আগে সরাসরি চলত এবং সময় লাগত ১৫ ঘণ্টা ২৫ মিনিট। এখন এই যাত্রাপথে ভারতীয় বিমানগুলোকে ভিয়েনায় বা কোপেনহেগেনে বাধ্যতামূলকভাবে থামতে হচ্ছে এবং মোট সময় লাগছে ২০ ঘণ্টারও বেশি।



অবশ্য শুধু দীর্ঘপথের ফ্লাইটের ক্ষেত্রেই নয়, পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দেওয়ায় আঞ্চলিক রুটগুলোতেও এর প্রভাব পড়ছে। উদাহরণস্বরূপ, দিল্লি থেকে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দগামী ইন্ডিগোর ফ্লাইট আগে মাত্র ২ ঘণ্টা ১৮ মিনিটে পৌঁছাত। এখন সেটি ইরান ও তুর্কমেনিস্তান হয়ে ঘুরপথে গিয়ে ৫ ঘণ্টা ৩০ মিনিট সময় লাগছে।



এয়ার ইন্ডিয়া গত ২৪ এপ্রিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার)-এ জানিয়েছিল, “পাকিস্তানের আকাশপথে নিষেধাজ্ঞার ফলে আমাদের কিছু ফ্লাইটকে বিকল্প দীর্ঘ রুট নিতে হচ্ছে। এই কারণে যাত্রীদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা দুঃখিত। তবে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে যাত্রী ও ক্রুদের নিরাপত্তা।অন্যদিকে ইন্ডিগো জানিয়েছিল, “আকাশসীমা হঠাৎ বন্ধ হওয়ায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।



প্রসঙ্গত, জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে।এমনকি আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে দেশটি। এমন অবস্থায় ভারতের যেকোনও আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে তিনি এই হুঁশিয়ারি দেন। শেহবাজ বলেন, “ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে”।



এছাড়া ভারত যদি সত্যিই পাকিস্তানে সামরিক অভিযান শুরু করে, সেক্ষেত্রে নিজেদের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষার্থে ভারতের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ গত সোমবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv