ভারত-পাকিস্তান যুদ্ধ শঙ্কার মধ্যে নিজেদেরও প্রস্তুত থাকতে বললেন প্রধান উপদেষ্টা

আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৩:৩৫:১২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৩:৩৫:১২ অপরাহ্ন
ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনাকে কেন্দ্র করে যুদ্ধের আশঙ্কা উড়িয়ে না দিয়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটি ‘বীর উত্তম এ কে খন্দকার’-এ আয়োজিত বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’-এ বক্তব্যে তিনি বলেন, “যুদ্ধের হুমকি প্রতিনিয়ত আসছে। এমন পরিস্থিতিতে যদি আমরা প্রস্তুতি না নিই, তবে সেটি হবে আত্মঘাতী সিদ্ধান্ত।”

অনুষ্ঠানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি আরও বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও সক্ষম বিমান বাহিনী গড়ে তোলার প্রচেষ্টা চলমান থাকবে।”

প্রধান উপদেষ্টা শান্তির আহ্বান জানিয়ে বলেন, “আমরা অবশ্যই যুদ্ধ চাই না, তবে প্রয়োজন হলে যেন জবাব দেওয়ার ক্ষমতা রাখি—এটাই প্রস্তুতির মূল লক্ষ্য।”

এর আগে সকালে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসনকৃত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই সুবিধা পান।

অবশেষে তিনি বলেন, “শান্তির দিকে হাত বাড়াতে হবে, তবে আত্মরক্ষার শক্তি নিয়েও প্রস্তুত থাকতে হবে।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv