আমাদের ধর্মে কখনো সন্ত্রাসবাদ শেখায় না : ইমরান হাশমি

আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০৪:১৭:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০৪:১৭:৪২ অপরাহ্ন
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতের মুসলিম সম্প্রদায় নতুন করে তোপের মুখে। রাজনৈতিক নেতারা দিচ্ছেন নানা ইসলামবিদ্বেষী বক্তব্য। এমন পরিস্থিতিতে মুখ খুললেন বলিউড অভিনেতা ইমরান হাশমি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। ইসলাম কখনো সন্ত্রাস শেখায় না।”

‘গ্রাউন্ড জিরো’ সিনেমার প্রচারে অংশ নিতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ইমরান। সিনেমাটির পটভূমিও কাশ্মীরকে ঘিরে। সেখানেই পেহেলগাম হামলা প্রসঙ্গে বলেন, “আশা করি সরকার এই ন্যাক্কারজনক হামলার সঠিক বিচার নিশ্চিত করবে। পর্যটকদের লক্ষ্য করেই হামলা হয়েছে। এটা সুপরিকল্পিত ছিল।”

তিনি আরও বলেন, “পেহেলগাম এলাকায় আরও কড়া নিরাপত্তা থাকা উচিত ছিল। কারণ জায়গাটা অনেক বড়, সেখানে নিরাপত্তার ঘাটতি প্রশ্নের জন্ম দেয়। আমাদের নিরাপত্তা সংস্থাগুলো নিশ্চয়ই বিষয়টি ভালো বোঝে।”

সন্ত্রাস নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ইমরান বলেন, “এসব হামলার পর ধর্মকে দোষারোপ করা উচিত নয়। সন্ত্রাস কোনো ধর্মের শিক্ষা নয়। বরং এসব আদর্শই বিকৃত। আমাদের ধর্ম তো কখনোই এমন শেখায় না।”

সবশেষে অভিনেতা জাতি হিসেবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ঘৃণা নয়, একতার পথে এগোতে হবে। তাহলেই এমন পরিস্থিতি মোকাবিলা সম্ভব।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv